Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

আদেশের লিপি

১০নং আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

উপজেলা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, বাংলাদেশ ।

 

    মোর্কদ্দমা নং-  ২৬/২০১৪                                             সন- ২০১৪

 

বাদী

বিবাদী

হাছিনা আক্তার , পিতামৃত- ইদ্রিছ মিয়া, মাতামৃত- আয়েশা বেগম, স্বামী- ওমর ফারুক,

সাং- ডহরপাড়া, ডাকঘর- গোবিন্দেরখিল, ইউনিয়নঃ ১নং আমানউল্যাপুর,

উপজেলা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী ।

১। মোঃ ইছমাইল মিয়া,

২। রহমত উল্যা

পিতামৃত- ইদ্রিছ মিয়া, মাতামৃত- আয়েশা বেগম,  

সাং- বটগ্রাম, ডাকঘর- আবিরপাড়া,

ইউনিয়নঃ ১০নং আমিশাপাড়া,

উপজেলা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী ।

 

 

তারিখ

আদেশের সিদ্ধান্ত

২৯-০৫-২০১৪

       অদ্য বাদী  পক্ষ আদালতে হাজির আছে । বিবাদী পক্ষ আদালতে হাজির নাই বিবাদী পক্ষকে নোটিশ করার পর বিবাদী পক্ষ নোটিশে দস্তখত করেন নাই, আদালতে হাজির হন নাই । বাদী ও বিবাদী উভয় পরস্পর ভাই বোন । বাদী তাঁহার পিতার ওয়ারিশ ভূমির দাবী করিতেছে। গত জরিপে বাদী পক্ষের নামে চূড়ান্ত খতিয়ান প্রচারিত হয় । তাঁহার হিঃ ০৯৭ মোতাবেক বাদী মালিক হয় ৪২.২৯২ । উক্ত খতিয়ান চূড়ান্ত প্রচারিত হইয়াছে । তাহাতে বিবাদীগন কোন প্রকার আপেত্তি করেন নাই । এমতাবস্থায় বাদীর খতিয়ানের রেকটকৃত ভূমি তাঁহাকে বুজ প্রবদ করিয়া দেওয়ার জন্য বিবাদীগনকে নির্দেশ দেওয়া গেল ।

তফছিল ভূমির পরিচয় ৫৬ নং বটগ্রাম মৌজার চূড়ান্ত খতিয়ান নং ১০৩ । খতিয়ানের ৫৬৯,৫৭০, ৭৬৪, ৭৬৩, ৩৭০, ৭৯৬ দাগের আন্দরে ৪২.২৯২ ডিং ভূমি হয় ।

 

         উক্ত মোর্কদ্দমার ইহাই চূড়ান্ত সিদ্ধান্ত ।